স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ অক্টোবর : প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে রক্তাক্তের ঘটনা গড়ালো থানা পর্যন্ত। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া রাধাচরন টিলা এলাকায়। জানা যায়, এলাকার বাসিন্দা হেমন্ত দাস ও সুশান্ত দাসের পরিবারে সরকারি ঘর নিয়ে ঝামেলা চলছিল। পারিবারিক এই ঝামেলাকে কেন্দ্র করে ধারালো দা দিয়ে বৃহস্পতিবার রাতে বড় ভাই সুশান্ত দাস ছোট ভাই হেমন্তকে কুপিয়ে রক্তাক্ত করেছে বলে অভিযোগ।
পরবর্তীতে ছোট ভাই হেমন্ত দাসকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জিবি হাসপাতালে প্রেরণ করে। এদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনা তদন্তে নেমে হেমন্ত দাসের বড় ভাই সুশান্ত দাসকে জালে তুলতে সক্ষম হয়। অভিযুক্ত সুশান্ত জানায়, তার ঘর কোন এক কারণবশত ভেঙে ফেলার জন্য বলছিল তার ছোট ভাই হেমন্ত। এ নিয়ে ঝামেলা চূড়ান্ত আকার ধারণ করার পর তার ছোট ভাই হেমন্ত দা নিয়ে তাকে আক্রমণ করতে আসে। তখন পাল্টা সেই দাবি হেমন্তকে আক্রমণ করে বলে জানায় অভিযুক্ত সুশান্ত। এদিকে হেমন্তের স্ত্রী জানান, তিনি বৃহস্পতিবার রাতের বেলা সুশান্তের ঘরে লক্ষ্মী পূজা প্রসাদ খেতে গিয়েছিলেন। সে সময় চিৎকার শুনতে পেয়ে ঘরে গিয়ে দেখে তার স্বামী মাটিতে ছটফট করছে। তখন জানতে পারে সুশান্ত তাকে কুপিয়ে ফেলে রেখেছে। সুশান্ত প্রায়ই বাড়ির লোকজনদের মারধর করে বলে অভিযোগ। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত ব্যক্তির স্ত্রী দাবি করেছেন অভিযুক্ত ভাসুর সুশান্ত দাসের যাতে কঠোর শাস্তি হয়। বর্তমানে আহত হেমন্ত জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লাড়ছে।