স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ অক্টোবর : শান্তির বাজার থানার নাকের ডগায় দুই দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হয়। ঘটনার বিবরনে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে শান্তির বাজারের প্রদীপ দাস স্মৃতি মার্কেটে দুইটি দোকানে হাত সাফাই করে নিশিকুটম্বের দল।
চোরের দল দুটি দোকান থেকেই সিগারেট, ঠান্ডা পানীয় ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। শুক্রবার সকালবেলা দোকান খুলতে এসে চুরির ঘটনা দোকানের মালিকের নজরে আসে। থানা সংলগ্ন এলাকায় চুরিকান্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সকলে।