Monday, December 23, 2024
বাড়িরাজ্যবন্যা দুর্গতদের সহযোগিতা না করে, ডাবল ইঞ্জিন সরকার আত্মসমর্পণকারী জঙ্গিদের জন্য আর্থিক...

বন্যা দুর্গতদের সহযোগিতা না করে, ডাবল ইঞ্জিন সরকার আত্মসমর্পণকারী জঙ্গিদের জন্য আর্থিক প্যাকেজের ঘোষণা দিয়েছে  : কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ অক্টোবর : রাজ্যের বন্যা দুর্গতদের জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কোন প্যাকেজ ঘোষণা করেনি। বরং যারা এতদিন রাজ্যের উন্নয়নের বাধা ছিল এবং সন্ত্রাসবাদী ঘটনা সংঘটিত করেছে তাদের আত্মসমর্পণ করিয়ে সরকার প্যাকেজ ঘোষণা করেছে। এর তীব্র বিরোধিতা করে ডাবল ইঞ্জিন সরকারের উদ্দেশ্যে দাবি জানানো হচ্ছে অবিলম্বে যাতে রাজ্যের বন্যা দুর্গত মানুষ এবং উগ্রপন্থীদের কারণে উদ্বাস্তু হয়ে যাওয়া মানুষের জন্য আর্থিক প্যাকেজ এবং বাসস্থানের ব্যবস্থা করা হয়। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

সাম্প্রতিক বন্যায় ত্রিপুরার অর্ধেকের বেশি মানুষ বড়সড় ক্ষতির মুখে পড়েছে। মৃত্যু হয়েছে ৩৭ জনের। ক্ষতি হয়েছে কুড়ি লক্ষ মানুষের। পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে বহু পরিবার। কিন্তু বানবাসিদের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোন ধরনের বড়সড় আর্থিক সহায়তার ঘোষণা লক্ষ্য করা যায়নি, বরং আত্মসমর্পণকারী বলে জঙ্গিদের জন্য প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, যারা আত্মসমর্পণ করেছে তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা ছিল কিনা সেই বিষয়ে কোন কিছু উল্লেখ করা হয়নি। কিন্তু এই উগ্রপন্থীদের কারণে বিভিন্ন সময় রাজ্যের জাতি জনজাতি সব অংশে মানুষ উদ্বাস্ত হয়েছে। এই উদ্বাস্তু হওয়া মানুষ যখন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছিল তখন তাদের জন্য সরকার কোন পদক্ষেপ নেয় নি।

 বর্তমান সরকারের কাছে দাবি উগ্রপন্থী সমস্যায় যারা ভিটে মাটি ছেড়ে উদ্বাস্ত হয়েছে তাদের জন্য সরকার যাতে পৃথকভাবে প্যাকেজ ঘোষণা করে আর্থিক সহযোগিতা করার পাশাপাশি বাসস্থানের ব্যবস্থা করে। তিনি আরো বলেন বন্যার সময় যে ৪০ কোটি টাকা কেন্দ্র সরকার ত্রিপুরার বন্যা দুর্গতদের জন্য দিয়েছে বলে রাজ্য সরকার প্রচার করছে। কিন্তু এই অর্থ রাশি প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের জন্য দিয়ে থাকে। সরকার অতিরিক্ত কোন অর্থ ত্রিপুরা রাজ্যের বন্যা দুর্গত কুড়ি লক্ষ মানুষের জন্য ব্যয় করেনি। আর রাজ্য সরকার কেন্দ্র সরকারকে অভিনন্দন জানিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদিকে সাংবাদিক সম্মেলনে পাশাপাশি একটি যোগদান সভার আয়োজন করা হয়। ৩৯ জন তিপরা মথা এবং বিজেপি থেকে যোগ দিয়েছে কংগ্রেসে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান প্রদেশ সভাপতি। আয়োজিত কর্মসূচিতে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, বিলোনিয়া জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পার্টি সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য