Tuesday, October 8, 2024
বাড়িরাজ্যচালকদের কারণে বিমানবন্দর যাতে দুর্নাম না হয়, হুঁশিয়ারি মন্ত্রীর

চালকদের কারণে বিমানবন্দর যাতে দুর্নাম না হয়, হুঁশিয়ারি মন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ অক্টোবর : আগরতলার এমবিবি বিমানবন্দরে পরিবহন দপ্তরের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রিপেইড ট্যাক্সি কাউন্টারের শুভ উদ্বোধন করা হয়। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী ফিতা কেটে এই কাউন্টারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্য রেখে বলেন, অটো রিকশা ও প্রিপেইড ট্যাক্সি চালকরা ত্রিপুরা রাজ্যের উন্নয়নের ধারক ও বাহক। তাই অটো রিক্সা ও প্রিপেইড ট্যাক্সি চালকদের বাদ দিয়ে রাজ্যের অগ্রগতি চিন্তা করা যায় না। মন্ত্রী চালকদের উদ্দেশ্যে বলেন যতক্ষণ না পর্যন্ত দিনের শেষ বিমান আসা পর্যন্ত যাতে তারা বিমানবন্দর ছেড়ে না যায়।

 যাত্রীরা বিমান থেকে নেমে যদি গাড়ি না পায় তাহলে তাদের বড় সমস্যায় পড়তে হবে। কিন্তু চালকদের কারণে যদি কাউন্টার বন্ধ হয়ে যায় তাহলে এর বদনাম হবে পরিবহন দপ্তরের। তাই পরিবহন দপ্তরের উপর যাতে কোনরকম চাপ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন মন্ত্রী। মন্ত্রী চালকদের উদ্দেশ্যে আর বলেন কোনভাবেই যাতে কোন যাত্রীর সাথে অভাব আচরণ না করা হয়। বিগত দিনে চালকদের অভাব্য আচরণ সংবাদ মাধ্যমে এবং সামাজিক মাধ্যমে সামনে উঠে আসার পর সরকারকে অত্যন্ত পীড়া দিয়েছে। কারণ সরকার পরিবেশ পরিস্থিতির বদলানোর চেষ্টা করছে। দেখা গেছে এক কদম এগিয়ে গেলে দুই কদম পিছিয়ে যেতে যেতে হয়েছে।

 আগামী দিন যাতে এগুলি না হয় সেদিকে চালকদের লক্ষ্য রাখতে বলেন তিনি। আরো বলেন, শুধু প্রিপেইড ট্যাক্সি ও অটো রিক্সা দিয়ে যাত্রী স্বাচ্ছন্দ আনা যাবে না। তাই সরকারের পরিকল্পনা রয়েছে আগামী দিন দেশের অন্যান্য রাজ্যের মত উলা, ওবে এমবিবি বিমানবন্দর থেকে চালু করার। বিশেষ করে সারা দেশের মধ্যে এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরার ক্ষুদ্রতম এই বিমানবন্দর সুনাম অর্জন করে আছে। তাই কোন অবস্থাতেই যাতে অটো এবং টেক্সের চালকদের কারণে বিমানবন্দরে সুনাম নষ্ট না হয় তার জন্য আহ্বান জানান মন্ত্রী। এদিন প্রিপেইড ট্যাক্সি ও অটো রিক্সা চালকদের মধ্যে ইউনিফর্ম বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ত্রিপুরা পুলিশের ইন্টেলিজেন্স বিভাগের ডিজিপি অনুরাগ ধ্যানকর, ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের সচিব ইউ কে জমাতিয়া, আগরতলা বিমান বন্দরের অধিকর্তা কে সি মীণা, পশ্চিম জেলার পুলিশ সুপার ড. কিরণ কুমার কে, ট্রাফিক পুলিশের এডিশনাল এসপি সুদাম্বিকা আর সহ প্রিপেইড ট্যাক্সি ও অটো রিক্সা চালকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য