Sunday, July 27, 2025
বাড়িরাজ্যলোক আদালতে নিষ্পত্তি ১২,২৮২   বিচারাধীন মামলা

লোক আদালতে নিষ্পত্তি ১২,২৮২   বিচারাধীন মামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ সেপ্টেম্বর :জাতীয় লোক আদালতে একদিনে নিস্পত্তি হল আদালতে বিচারাধীন ১২ হাজার ২৮২ টি মামলা। এছাড়া মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৪১১ টি বিষয়েরও নিষ্পত্তি হয়েছে। শনিবার ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সবকটি জেলা ও মহকুমা আদালত চত্বরে তৃতীয় জাতীয় লোক আদালত বসে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী জানিয়েছেন,  লোক আদালতে বিচারাধীন ২০ হাজার ৭৪ টি মামলা নিষ্পত্তির জন্য লোক আদালতে তোলা হয়েছিল। এরমধ্যে ১২ হাজার ২৮২ টি মামলার নিষ্পত্তি হয়েছে।

 অর্থাৎ একদিনে নিষ্পত্তি হয়েছে ৬১ দশমিক ১৮ শতাংশ মামলার। এরফলে ১ কোটি ২৬ লক্ষ ৩০ হাজার ১৪২ টাকা আদায় হয়েছে। এছাড়া মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৩ হাজার ৯২০ টি বিষয় নিষ্পত্তির জন্য তোলা হয়েছিল। এরমধ্যে ৪১১ টি বিষয় নিষ্পত্তি হয়েছে। এর থেকে আদায় হয়েছে ১ কোটি ২০ লক্ষ ৮৬ হাজার ৭১৯ টি মামলা। জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ , ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত  মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের (এমবি অ্যাক্ট, টিপি অ্যাক্ট, টিজি অ্যাক্ট, এক্সাইস অ্যাক্ট) মামলা, বৈবাহিক বিরোধের মামলা, চেক বাউন্স সংক্রান্ত মামলা, চাকরি সংক্রান্ত বিষয় এবং দেওয়ানি সংক্রান্ত মামলা নিস্পত্তির জন্য তোলা হয়েছিল। লোক আদালতের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীমতি দত্ত চৌধুরী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!