Thursday, March 20, 2025
বাড়িরাজ্যবন্যার জলে তলিয়ে যাওয়া প্রৌঢ়ের কঙ্কাল উদ্ধার

বন্যার জলে তলিয়ে যাওয়া প্রৌঢ়ের কঙ্কাল উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ সেপ্টেম্বর : গত ১৯শে আগস্ট থেকে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায় ও প্রচন্ড বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় জল জমতে থাকে। এমনকি অনেকের বাড়ি ঘরে জল জমে যাওয়ার ফলে মানুষ বিকল্প আশ্রয় স্থলে যেতে বাধ্য হয়েছে। উদয়পুর মহকুমা জামজুরি এলাকার সমরেশ বর্ধনের বাড়িতেও বৃষ্টির ফলে প্রচুর পরিমাণ বন্যার জল জমতে থাকে তাদের বাড়িতে। ফলে নিরাপদে যাওয়ার জন্য সমরেশ বর্ধন(৪৭) তার ভাই, ভাতিজা ও আর বাড়িতে থাকা কয়েকটি গবাদি পশু নিয়ে জামজুরি বাজারে যাবার জন্য বাড়ি থেকে বের হয়েছিল।

রাস্তায় এবং বাড়ির আশেপাশে এতটাই জল জমে গেছে তাদের জল দিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। কোনমতে জল পেরিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সমরেশ বর্ধনের ভাই ভাতিজা এবং নিজে এবং গবাদিপশু সহ জলের তলে ভেসে যাচ্ছিল। কোনমতে ছোট ভাই জল পেরিয়ে যেতে পারলো সমরেশ এবং তার ভাতিজা জল পেরিয়ে যেতে না পারায় জলের তলে ভেসে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা এই দৃশ্য দেখে চিৎকার করলে এলাকার লোকজন ছুটে এসে তাদের উদ্ধারের জন্য চেষ্টা করে না পেরে এনডিআরএফ কে খবর দেওয়া হয়। কিছুক্ষণ পর সমরেশ বর্ধনের ভাতিজা কে উদ্ধার করতে পারলেও সমরেশ বর্ধনকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। বাড়ির লোকজন এনডিআর এফ সহ বহু চেষ্টা কর সমরেশ বর্ধনের দেহ উদ্ধারে ব্যর্থ হয়। অবশেষে শুক্রবার ভোর পাঁচটা এলাকার লোকজন তপন বর্ধনের পুকুরে এখানে জল জমে ছিল সেই পুকুরে মাছ ধরতে গিয়ে হঠাৎ দেখতে পায় একটি মৃতদেহ।

এ নিয়ে এলাকার লোকজন খবর পেয়ে ছুটে আসে। ছুটে আসে সমরেশ বর্ধনের পরিবারের লোকজন। সমরেশ বর্ধনের শরীরে জামা কাপড় দেখে শনাক্ত করতে পেরেছে এটি সমরেশ বর্ধনের দেহ। খবর পেয়ে ছুটে আছে পুলিশ সহ প্রশাসনিক কর্তারা। তবে সমস্ত দেহটা পচা দুর্গন্ধ বের হয়েছে। নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য। ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়। এদিকে এই মৃতদেহ উদ্ধারের ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য