Saturday, February 15, 2025
বাড়িরাজ্যঅসম, নাগাল্যান্ড ও মণিপুরে বেশ কিছু এলাকা থেকে আফ্স্পা প্ৰত্যাহার, কেন্দ্রের সিদ্ধান্তকে...

অসম, নাগাল্যান্ড ও মণিপুরে বেশ কিছু এলাকা থেকে আফ্স্পা প্ৰত্যাহার, কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত মুখ্যমন্ত্রী বিপ্লবের



আগরতলা, ৩১ মার্চ (হি. স.) : কেন্দ্রীয় সরকার অসম, নাগাল্যান্ড এবং মণিপুরে বেশ কিছু এলাকা থেকে ‘সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন’ বা আফসপা প্রত্যাহার করেছে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন করে এক টুইট বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।


কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে ১ এপ্রিল থেকে অসমের ২৩টি জেলায় সম্পূৰ্ণভাবে এবং একটি জেলায় আংশিক রূপে আফসপা প্রত্যাহার করা হচ্ছে। ১৯৯০ সাল থেকে অসমের ৩৪টি জেলায় আফসপা লাগু ছিল। তেমনি, ২০০৪ সাল থেকে ইমফল পুর নিগম এলাকা বাদে সম্পূৰ্ণ মণিপুরে আফসপা লাগু ছিল। আজ মধ্য রাত, অর্থাৎ ১ এপ্রিল থেকে রাজ্যের ৬ জেলায় ১৫টি পুলিশ থানাধীন এলাকা থেকে আফসপা প্রত্যাহার করা হচ্ছে। একই ভাবে, ১৯৯৫ সাল থেকে নাগাল্যান্ডে আফসপা লাগু ছিল। ১ এপ্রিল থেকে রাজ্যের ৭ জেলার ১৫টি পুলিশ থানাধীন এলাকা থেকে আফসপা প্রত্যাহার করা হবে।

আফসপা প্রত্যাহার সম্পর্কিত কেন্দ্রের এই সিদ্ধান্তের ভূয়সী প্রসংশা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আজ এক টুইট বার্তায় বলেন, অসম, নাগাল্যান্ড এবং মণিপুরের জন্য আফসপা-র অধীনে অশান্ত এলাকাগুলি হ্রাস করার পদক্ষেপকে আমি স্বাগত জানাই। এই সিদ্ধান্ত উত্তরপূর্বের আরও উন্নয়ন নিশ্চিত করবে। সাথে তিনি আরও লেখেন, পূর্ববর্তী সরকারের জমানায় অত্যন্ত অবহেলিত উত্তর-পূর্বাঞ্চল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে এখন অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হচ্ছে। তিনি এই অঞ্চলে শান্তি নিশ্চিত করতে গৃহীত বড় পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে ধান্যবাদ জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য