স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ আগস্ট : ১৯৬৬ সালে খাদ্য আন্দোলনের শহীদ দিলীপ, তরুণ, অরবিন্দ ও ১৯৯০ সালে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ঘাতক বাহিনীর হাতে শহীদ হওয়া রাজ্যেশ্বর সিনহা ও সুমিত্রা সিনহার শহীদান দিবস পালন করল বাম ছাত্র যুব সংগঠন। এইদিন মেলারমাঠস্থিত ছাত্র-যুব ভবনে এই ৫ শহিদের শহিদান দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য কমিটির সম্পাদক নবারুন দেব, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, এস এফ আই -র রাজ্য সম্পাদক সহ অন্যান্যরা।
উপস্থিত সকলে এইদিন শহিদ বেদিতে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ডি ওয়াই এফ আই রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক জানান ২৯ আগস্ট দিনটি বামপন্থী ছাত্র-যুব আন্দোলনকারিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি শপথ গ্রহণের দিন। ১৯৬৬ সালে রাজ্য জুড়ে খাদ্যের হাহাকার চলছিল। সেই সময় আগরতলা শহরে ছাত্রদের সাথে পুলিস বাহিনীর বিবাদ হয়। সেই সময় পুলিশের গুলিতে শহিদ হয় দিলীপ, তরুণ, অরবিন্দ। অপরদিকে ১৯৯০ সালের ২৯ আগস্ট শান্তিরবাজার মহকুমার দেবদারু নিজ বাড়িতে আততায়ীদের গুলিতে শহিদ হন অবিভক্ত বিলোনিয়া মহকুমার সদস্য সস্ত্রীক রাজ্যশ্বর সিনহা ও সুমিত্রা সিনহা।