Sunday, October 6, 2024
বাড়িরাজ্যবাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে বন্যা জল, প্লাবিত রাজ্যের সীমান্তবর্তী এলাকা

বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে বন্যা জল, প্লাবিত রাজ্যের সীমান্তবর্তী এলাকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ আগস্ট : বাংলাদেশ থেকে ভারতের সীমান্তবর্তী এলাকায় বন্যার জল প্রবেশ করছে, যা ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করছে। শনিবার বিকাল থেকে বাংলাদেশের গোমতির বাঁধ কেটে দেওয়ার ফলে বাংলাদেশের ভেতরের গ্রামগুলি দ্রুত জলের নিচে চলে যায়, যা শেষ পর্যন্ত ভারতেও প্রভাব ফেলছে। কলমচৌড়া থানার অন্তর্গত সীমান্তবর্তী এলাকাগুলিতে এখনো পর্যন্ত এই বন্যার জল প্রবেশ করছে, যা দ্রুত বাড়ছে।

 জানা গেছে, বাংলাদেশের বুড়িচং, শহিদুল, পাঁচরা, হায়দ্রাবাদ,শঙ্কুচাইল,রাজাপুর, নাবিয়াবাদ, ফাঁকিরাদলা, পাঁচপিলার গ্রামগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর, সেই জল ধীরে ধীরে ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সনগর সীমান্তের ১৮৪, ১৮৫, ১৮৬, ১৮৭, এবং ১৮৮ নং গেটের সীমান্ত এলাকাগুলি দিয়ে প্রবেশ করছে।এতে করে কলসিমুড়া নগর, বক্সনগর, দক্ষিণপাড়া, বাগবের এবং আদমপুর এলাকার সীমান্তবর্তী অঞ্চলগুলি প্লাবিত হয়েছে। বন্যার জল সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের অভ্যন্তরে প্রবেশ করে ব্যাপকভাবে বন্যা সৃষ্টি করছে। এই বন্যার জলে ইতিমধ্যে বক্সনগর নগরের কয়েকটি বাড়ি প্লাবিত হয়েছে এবং জলের স্তর দ্রুত বাড়ছে।

উল্লেখ্য, ২০০২ সালে ঠিক একইভাবে বাংলাদেশ থেকে জল প্রবেশ করে ভারতের বক্সনগর এবং আশপাশের এলাকাগুলি প্লাবিত হয়েছিল। ২৮ বছর পর আবারও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছে এই অঞ্চলের মানুষ। এই পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকাগুলির বাসিন্দাদের মধ্যে কৌতূহল এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য