স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ আগস্ট : ভারত-বাংলাদেশ সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা গুলিতে বিএসএফ-এর কঠোর নজরদারির মধ্যেও বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। মোহনপুরের গোপালনগর এলাকা থেকে বাংলাদেশী নাগরিক ও দালাল সহ মোট ১২ জনকে আটক করে সিধাই থানার পুলিশ। রবিবার গভীর রাতে পুলিশ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে এই ১২ জনকে আটক করে।
ধৃতদের মধ্যে ৮ জন বাংলাদেশী নাগরিক ও বাকি ৪ জন ভারতীয় নাগরিক। ধৃতদের রাতেই পুলিশ সিধাই থানায় নিয়ে আসে। ধৃত ভারতীয় ৪ জনের মধ্যে অমর ফারুক মিয়া গোপালনগর মুসলিমপাড়ার বাসিন্দা। সে একজন কুখ্যাত সমাজদ্রোহী হিসাবে গোটা এলাকার পরিচিত। তার হাতধরে বাংলাদেশী নাগরিক এবং রোহিঙ্গারা অবৈধভাবে ভারতে আসে বলে খবর। মোহনপুর মহকুমার পুলিশ আধিকারিক বিজয় সেন জানান সিমান্ত এলাকায় ধারাবাহিক ভাবে পুলিশ পেট্রোলিং জারি রয়েছে রাত্রি বেলায়।
রবিবার রাতে পুলিশ পেট্রোলিং করার সময় জানতে পারে গোপালনগর এলাকায় কিছু বাংলাদেশী নাগরিক অবৈধভাবে রাজ্যে এসেছে। যথারীতি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে। তারা যে অটোতে ছিল সেই অটোর চালক সহ স্থানীয় এক যুবককে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে ৮ জন বাংলাদেশী নাগরিক ও ৪ জন ভারতীয় নাগরিক। সোমবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।