স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ আগস্ট : ঝুলন পূর্ণিমা হলো শ্রীকৃষ্ণের অনুগামীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব। অমাবস্যায় পরের একাদশী থেকে আরম্ভ করে শ্রাবনী পূর্ণিমা পর্যন্ত চলে উৎসবের সমারোহ। এটি দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের বড়ো উৎসব। দোলনা সাজানো, ভক্তিমূলক গান, নাচ, সব মিলিয়ে রাধাকৃষ্ণের প্রেমলীলার এটি একটি বিশেষ উৎসব। ভারতের এই উৎসবে দেশ-বিদেশ থেকে বহু দর্শনার্থীদের আগমন ঘটে।
নবদ্বীপে ঝুলন উৎসব একটি বিশেষ আকর্ষণ। বৃন্দাবন, মথুরা আর ইসকন মন্দিরে মহা সমারোহে পালিত হয় এই ঝুলন। এই উৎসব সাধারণত শ্রাবণ মাসেই হয়ে থাকে। ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়। বৃন্দাবনে রাধা-কৃষ্ণর প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপরযুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। তিথি অনুযায়ী এই বছরও রাজধানীর জগন্নাথ জিউ মন্দির ও ইসকন মন্দিরে পালন করা হচ্ছে ঝুলন উৎসব। ঝুলন যাত্রাকে কেন্দ্র করে ইস্কন মন্দির ও জগন্নাথ জিউ মন্দিরে ভিড় জমাচ্ছেন ভক্তরা। এক সাক্ষাৎকারে ঝুলন যাত্রা উৎসবের তাৎপর্য তুলে ধরেন জগন্নাথ জিউ মন্দিরের ভক্তি কমল মহারাজ।