Saturday, January 18, 2025
বাড়িরাজ্যসংযুক্ত কৃষাণ মোর্চার বিক্ষোভ মিছিল শহরে

সংযুক্ত কৃষাণ মোর্চার বিক্ষোভ মিছিল শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : ৯ আগস্ট -র আহ্বান লুটেরা ”কর্পোরেট ভারত ছাড়ো।” সংযুক্ত কিষান মোর্চার আহব্বানে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কোন এক কারণবশত সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি নয় আগস্ট সংগঠিত করা যায়নি। স্থগিত করে এই কর্মসূচি বুধবার করা হয়। রাজধানীর ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে বুধবার এক মিছিল সংগঠিত হয়।

 মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির আহবায়ক পবিত্র কর। তিনি বলেন, ৯ আগস্ট দিনটি দেশবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এদিন মহাত্মা গান্ধী ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ো ডাক দিয়েছিলেন। দেশের বর্তমান নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার কৃষকদের দাবি মানেনি। কৃষকদের ন্যায্য মূল্য সহ অন্যান্য দাবি পূরণ করার প্রতিশ্রুতি দিলেও এ সরকার সেই প্রতিশ্রুতি পালন করেনি। তাই সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে এই দিনটি বেছে নিয়ে আওয়াজ তোলা হয়েছে কর্পোরেট দেশ ছাড়ো, কর্পোরেট কৃষি ছাড়ো। এ আন্দোলনের মধ্য দিয়ে আহ্বান জানানো হবে কৃষকদের দাবি পূরণ করার জন্য। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য