স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ আগস্ট : অশান্ত বাংলাদেশ নিয়ে চিন্তায় রয়েছে ভারত। দিল্লির কোনরকম নির্দেশ ছাড়া ত্রিপুরা, পশ্চিমবঙ্গ কোন ব্যবস্থা নিতে চাইছে না। তবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তপ্ত বাংলাদেশ নিয়ে দিল্লির সাথে কথা হয়েছে। দিল্লি থেকে খবর নেওয়া হয়েছে ত্রিপুরাতে কোন প্রভাব পড়ছে কিনা। ত্রিপুরায় কোন সমস্যা হলে সাথে সাথে তাদের এ বিষয়ে অবগত করার জন্য। এবং দিল্লি যেভাবে নির্দেশ দেবে সে অনুযায়ী কাজ হবে।
পাশাপাশি রাজ্য পুলিশের মহা নির্দেশক, গোয়েন্দা শাখার মহা নির্দেশক, বিএসএফ এবং আসাম রাইফেলসের আধিকারিকদের সাথে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের নিরাপত্তা যাতে সঠিকভাবে থাকে সেদিকে কঠোর নজরদারি রাখার জন্য তাদের বলা হয়েছে। পাশাপাশি তাদের বলা হয়েছে যাতে নিরাপত্তা কর্মীরা একে অপরের সাথে সংযোগ রক্ষা করে। বিশেষ করে সীমান্ত দিয়ে এখন কাউকে প্রবেশ করতে দেওয়া না হয়। সীমান্তে নজরদারি আরো বেশি বাড়ানোর জন্য বলা হয়েছে। এবং এই ঘটনা কোনোভাবেই ত্রিপুরার উপর আচ ফেলতে পারবে না বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
তিনি আরো জানিয়েছেন বাংলাদেশে যে ঘটনাগুলি সংগঠিত হচ্ছে সেগুলি কোনভাবেই বাঞ্চনীয় নয়। শান্তির পরিবেশ দ্রুত ফিরিয়ে আনার জন্য আহ্বান জানানোর মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মঙ্গলবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সব দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লিতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে আপাতত কিছু দিন সময় দিয়েছে ভারত। দিল্লির সর্বদল বৈঠকে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজেজুরাও। সূত্রের খবর, বাংলাদেশে প্রবাসী ভারতীয় নাগরিকদের পরিস্থিতি নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে। কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখেছে নয়াদিল্লি। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা দেখা হচ্ছে।