Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যদুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু শ্রমিকের

দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু শ্রমিকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুলাই : কৈলাসহরের মনুভ্যলি চা ফ্যাক্টরিতে কাজ করার সময় দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু শ্রমিকের। ঘটনা শনিবার দুপুরে। মৃত শ্রমিকের নাম রাম জয় পাল, বয়স আনুমানিক ৬০ বছর। মেশিনে কাজ করার সময় অনেক উঁচু থেকে ড্রায়ারে পড়ে যায় শ্রমিক রাম জয় পাল, প্রাথমিকভাবে এমনটাই জানা গেছে সহকর্মী শ্রমিকদের কাছ থেকে।

দুর্ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা গুরতর আহত শ্রমিক রাম জয় পালকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মনুভ্যলির মতো এত বৃহৎ চা ফ্যাক্টরিতে শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে উঠছে নানান প্রশ্ন। তবে ঘটনা সম্পর্কে বাগান কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি সংবাদ লেখা পর্যন্ত।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য