Saturday, August 9, 2025
বাড়িরাজ্যরাস্তা সংস্কারের কাজ নিয়ে অসন্তুষ্ট জেলা শাসক

রাস্তা সংস্কারের কাজ নিয়ে অসন্তুষ্ট জেলা শাসক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুন : সাম্প্রতিক কালে প্রবল ঝড় বৃষ্টির ফলে নবনির্মিত ২০৮(এ) জাতীয় সড়ক অনেক জায়গায় ভেঙে যায়। অবশেষে সংস্কারের কাজ শুরু করলো রাস্তা নির্মাণকারী সংস্থা। ২০২১ সালে জাতীয় সড়ক ২০৮(এ) এর বরাদ দেওয়া হয় সড়ক নির্মানকারী সংস্থা এন.এইচ.আই.ডি.সি.এল -কে। কাজের বরাত পেয়ে বেশ জোর গতিতেই কাজ চালিয়ে প্রায় ৮০ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ করে নিয়েছে নির্মানকারী সংস্থা। তবে বৃষ্টি হলেই রাস্তার পাশের মাটি তলিয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

এছাড়াও জাতীয় সড়কের পাশে জল নিকাশী-ব্যবস্থা ভালো না হওয়ায় রাস্তার পাশ ভেঙে যাচ্ছে খুব স্বল্প সময়েই। কিছুদিন পূর্বে রেমেল এর সতর্কবার্তার পর রাজ্যে সবচাইতে বেশী বৃষ্টিপাত হয় ঊনকোটি জেলায়। আর যার ফলে জাতীয় সড়ক ২০৮(এ) এর বিভিন্ন যায়গায় বড়সড় ভাঙন দেখা দেয়। যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে উন্নত রাস্তা তৈরী করলেও অল্প দিনেই রাস্তা ভেঙে যাওয়ায় নিম্নমানের রাস্তা তৈরীর অভিযোগও উঠছে রাস্তা তৈরী করা নির্মাণ সংস্থার বিরুদ্ধে। এই বিষয়ে শুক্রবার বিকেলে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, স্থানীয় জনসাধারণ জাতীয় সড়কের পাশে নিকাশী-ব্যবস্থা নিয়ে যে অভিযোগ করেছেন সেটা সত্য। কারন, উত্তর জেলার জম্পুইতে যে পাথর যুক্ত মাটি রয়েছে ঊনকোটি জেলায় সেটা অনেকটাই কম বা নেই বললেই চলে। তাই রাস্তার পাশের দেওয়াল গুলো আরো উন্নত করা এবং নিকাশী-ব্যবস্থার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট রাস্তা নির্মাণকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন। এছাড়াও স্থানীয় পূর্ত দপ্তরকেও রাস্তা নির্মাণকারী সংস্থা এন.এইচ.আই.ডি.সি.এল-কে সহযোগিতা করা ও বিশেষ নজর রাখার জন্যও নির্দেশ দিয়েছেন জেলাশাসক দিলীপ কুমার চাকমা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!