স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুন : বৃহস্পতিবার বিকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাজধানীর বনমালিপুর রাম ঠাকুর আশ্রম সংলগ্ন মালা সিনহা দে-র বাড়িতে। জানা যায় বাড়ির মালিক মালা সিনহা দে বোনের বাড়িতে গিয়েছেন। ওনার ছেলে স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে। এরই মধ্যে তাদের বসত ঘরে অগ্নিসংযোগ ঘটে। বাড়ির পাশের দোকানদাড় প্রথমে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে মালা সিনহা দে-র ছেলে ও দমকল বাহিনীর কর্মীদের খবর দেন।
দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। এরই মধ্যে বাড়িতে ছুটে আসে মালা সিনহা দে-র ছেলে ও ছেলের স্ত্রী। দমকল কর্মীরা দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য মালা সিনহা দে-র ছেলের ঘরের বেশকিছু আসবাবপত্র পুরে যায়। বাড়ির মালিক মালা সিনহা দে-র ছেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ওনারা বাড়িতে ছিলেন না। বাড়ির পাশের দোকানদাড় আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তাদেরকে ফোন করে জানায়। তারা বাড়িতে এসে দেখতে পায় দমকল কর্মীরা আগুন নিভানোর চেষ্টা করছে। আগুনে তার ঘরে থাকা খাট সহ বেশকিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সে আরও জানায় ধারনা করা হচ্ছে বিদ্যুৎ-এর শটসার্কিট থেকে আগুন লেগেছে। তবে দমকল কর্মীরা সময় মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে না আনলে আগুন গোটা বাড়ি গ্রাস করে নিত। দমকল বাহিনীর কর্মীদের প্রচেষ্টায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কম হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।