Saturday, July 27, 2024
বাড়িখেলাত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন

ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মে : ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব সাহার বিরুদ্ধে অভিযোগ তুলে গ্রেপ্তারের দাবিতে তার বাড়ি ও হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করল প্লেয়ারস ওয়েলফেয়ার এসোসিয়েশন। ঘটনার বিবরণে জানা যায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন ব্যাডমিন্টন এসোসিয়েশন অফ ইন্ডিয়া অনুমোদিত রাজ্যের ব্যাডমিন্টন সংস্থাকে অবৈধ ঘোষণা করে নতুন কমিটি গঠন করেছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ ও রতন সাহারা।

 জাতীয় স্তরের প্রতিযোগিতায় রাজ্য দল পাঠালে ব্যাডমিন্টন এসোসিয়েশন অফ ইন্ডিয়া তাদেরকে অবৈধ ঘোষণা করে। পাশাপাশি দিল্লির পাটিয়ালা কোর্টে একটি মামলা দায়ের করা হয় তাদের বিরুদ্ধে। তারই প্রতিবাদে অবৈধ কমিটির পক্ষ নিয়ে শনিবার ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব সাহার পদত্যাগের দাবিতে তার বাড়ি ও হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে প্লেয়ারস ওয়েলফেয়ার এসোসিয়েশন। প্লেয়ারস ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃত্বদের অভিযোগ সঞ্জীব সাহার নেতৃত্বে যে কমিটি রয়েছে সেই কমিটি নির্বাচন চলাকালীন সময় করা হয়েছে যা অবৈধ। সঞ্জীব সাহা অর্থ নয়ছয় করার জন্য এমনটা করেছে। তাই তাদের দাবি অবিলম্বে সঞ্জীব সাহাকে পদত্যাগ করতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য