স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মে : দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে আহত এক ও অল্প বিস্তর আহত তিন। ঘটনা তীথমুখ রামভদ্র এলাকায়।
অগ্নি নিবাপক দপ্তরের কর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে নতুনবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে।