Sunday, September 8, 2024
বাড়িরাজ্যছাত্র সংঘের বসে আঁকো প্রতিযোগিতা

ছাত্র সংঘের বসে আঁকো প্রতিযোগিতা

 স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মে : ১৯৫৬ সালে কৃষ্ণনগর এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল ছাত্র সংঘ সামাজিক সংস্থা। রবীন্দ্র জন্মজয়ন্তীকে সামনে রেখে রবিবার দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তারা। এদিন সকালে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। তারপর চলবে দিনভর সংগীত নিত্য বিভিন্ন প্রতিযোগিতা।

 সকালে বসে আঁকো প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ক্লাবের কর্মকর্তারা। আজকের এই বসে আঁকো প্রতিযোগিতাকে ঘিরে কচিকাচাদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। মেয়র দীপক মজুমদার বলেন, ছাত্র সংঘ ক্লাব সারা বছর ব্যাপী সামাজিক কাজকর্ম করে থাকে। যার কারণে তারা সামাজিক কাজের ক্ষেত্রে অন্যান্য ক্লাবের তুলনায় এগিয়ে আছে। আজকে যে কর্মসূচি গ্রহণ করেছে তার জন্য উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ বলে জানান মেয়র দীপক মজুমদার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য