Friday, December 6, 2024
বাড়িরাজ্যঅমৃত সরোবরের পুনঃ সংস্কারের জন্য পরিবেশ ও জলাশয় সংরক্ষণ মঞ্চের স্মারক লিপি...

অমৃত সরোবরের পুনঃ সংস্কারের জন্য পরিবেশ ও জলাশয় সংরক্ষণ মঞ্চের স্মারক লিপি প্রদান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মে : আগরতলা অক্সিজেন পার্কের নিকট যে শালবাগান রয়েছে, সেখানে যে অমৃত সরোবর রয়েছে তা দীর্ঘদিন ধরেই উপেক্ষিত এবং তার যে গভীরতা থাকা দরকার তা সেই পরিমাণ গভীরতা সেখানে নেই।

এবং সেই আজকে আজাদীকা অমৃত মহোৎসবের ৭৫ বছর পূর্তিকে স্মরণ করে রাখতে সেই অমৃত সরোবরের এলাকাতে গভীরভাবে ক্ষরণ করা হয়। এবং সেটি যাতে ব্যবহার উপযোগী করে তোলা হয়, তার জন্য পরিবেশ ও জলাশয় সংরক্ষণ মঞ্চের পক্ষ থেকে পশ্চিম জেলার জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য