Saturday, July 26, 2025
বাড়িরাজ্যএক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : রবিবার সাত সকালে উদয়পুর মহকুমায় পালাটানা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার বিবরনে জানা যায়, গত শুক্রবার সকালে উদয়পুর লালটিলা এলাকার উত্তম দাশ কাজের জন্য বাড়ি থেকে বের হয়। দিন শেষে বাড়ি ফিরেনি। বাড়ির লোকজন বহু খোঁজাখুঁজি করে রবিবার সকাল পর্যন্ত উত্তমের কোন সন্ধান না পেয়ে বাড়ির হতাশ হয়ে পড়েন।

রবিবার সকাল সাড়ে এগারোটায় উত্তমের দেহ লালটিলা এলাকায় একটি জঙ্গলে পড়ে থাকতে দেখে কাঁকড়াবন থানায় খবর দেওয়া হয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে উত্তমের দেহ কাঁকড়াবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে  নিয়ে যাওয়া হয়। পুলিশ উত্তমকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এলাকায় এই ঘটনায়‌ ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!