স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : কাল মার্কসের ২০৭ তম জন্মদিন যথাযথ মর্যাদা সাথে পালন করা হয় রবিবার। সিপিআইএম রাজ্য কার্যালয়ে আয়োজিত এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, সুধন দাস, রতন ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থক।
সকলে এদিন কাল মার্কসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর বলেন, কাল মার্কস ছিলেন বিশ্বের প্রগতিশীল মানুষের শিক্ষক। আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা তিনি। পাশাপাশি সাম্যবাদের প্রবর্তক ছিলেন কালমার্কস। তিনি জন্মগ্রহণ করার পর বিশ্বের সমাজ ব্যবস্থার বিশেষ পরিবর্তন হয়েছে। আজ তাঁর ২০৭ তম জন্মদিন। তাই তাঁর প্রতি আজ শ্রদ্ধা জানানো হয় বলে জানান তিনি।