Monday, July 28, 2025
বাড়িরাজ্যব্রাউন সুগার সহ আটক ২

ব্রাউন সুগার সহ আটক ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : গোপন খবরের ভিত্তিতে রাজধানীর প্রতাপগড় স্থিত জুয়েল ক্লাবের সামনে থেকে দুই ব্রাউন সুগার বিক্রেতাকে জালে তুলতে সক্ষম হল এ ডি নগর থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০ থেকে ৬০ হাজার টাকার ব্রাউন সুগার।

এ ডি নগর থানার ওসি জানান, শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে প্রতাপগড় জুয়েল ক্লাবের সামনে থেকে দুজনকে আটক করা হয়েছে। যাদের আটক করা হয়েছে তাদের নাম পার্থদ্বীপ মজুমদার এবং সাগর ঘোষ। তাদের কাছ থেকে নয় গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। তবে এলাকা সূত্রের খবর দুই কুখ্যাত নেশা কারবারি এলাকার পরিবেশ বিষিয়ে তুলেছে। তাদের কারণে এলাকার বহু যুবক আজ নেশায় আসক্ত হয়ে পড়েছে। পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!