Friday, January 24, 2025
বাড়িরাজ্যমানব পাচার চক্রে জড়িত দুজন গ্রেপ্তার

মানব পাচার চক্রে জড়িত দুজন গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মে : সিধাই থানার অন্তর্গত হরিনাখলা থেকে দুই কুখ্যাত আন্তর্জাতিক মানব পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হলো আগরতলা জিআরপি থানার পুলিশ। জানা যায় গত ৩০ এপ্রিল একটি মামলা হয় জিআরপি থানায়। যার মধ্যে ৬ জন বাংলাদেশী এবং একজন ভারতীয় নাগরিক ছিল। তারপর সিধাই থানার পুলিশের সহযোগিতা নিয়ে মানব পাচার চক্রে জড়িত দুজনকে জালে তুলে জিআরপি থানা পুলিশ।

ধৃত দুই জনের নাম বাপন ভৌমিক (২০), বাড়ি সিধাই রাঙামুড়াতে এবং গৌতম সরকার (৩০) বাড়ি সিধাই হরিনাখলা এলাকায়। পুলিশ জানায়, শুক্রবার রাতে সিধাই থানার পুলিশের মদতে আগরতলা জিআরপি থানার পুলিশ হরিণাখলা থেকে তাদের দুজনকে গ্রেফতার করেছে। তারা দীর্ঘদিন যাবত দুই দেশের নাগরিকদের অবৈধভাবে এপার-ওপার করছে। জিআরপি থানার পুলিশ পূর্বতন একটি মামলার তদন্ত করতে গিয়ে তাদের দুজনের নাম উঠে আসে। তারা আন্তর্জাতিক মানব পাচারকারী তথা টাউট হিসেবে পুলিশের খাতায় চিহ্নিত রয়েছে। নির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে দুদিনের পুলিশ রিমান্ডের দাবি জানিয়ে আদালতে তুলেছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য