স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ এপ্রিল : পুকুরে ডুবে মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল এক শিশুর। ঘটনা মধুপুর থানার অন্তর্গত কোনাবন জি সি এস সংলগ্ন এলাকায়। জানা যায়, পরিবারের লোকজনদের অসাবধানতার কারণে এলাকার কমল দেবনাথের তিন বছরের শিশু সন্তান সুরজিৎ দেবনাথ শনিবার সকালে খেলা করার সময় বাড়ির পাশের একটি জলাশয়ে পড়ে যায়।
সেই জলাশয়ের জলে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় তিন বছরের সুরজিৎ দেবনাথ নামে এই শিশুর। পরে সুরজিৎ দেবনাথকে বাড়িতে দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে পরে বাড়ির পাশে জলাশয়ে তিন বছরের শিশু সুরজিৎ দেবনাথের দেহ ভাসতে দেখে তাকে সেখান থেকে তার পরিবারের লোকজন উদ্ধার করে তড়িঘড়ি মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন। এতে পরিবারের লোকজন হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙ্গে পড়েন। এলাকায় নেমে আসে শোকের ছায়া।