স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ এপ্রিল : বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করতে রাজপথে নেমেছে আইনজীবীরা। সোমবার ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগ্যাল সেলের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়েছে। আদালত চত্বর থেকে শুরু হয় মিছিলটি। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন আইনজীবী সুবল ভৌমিক।
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত ১০ বছরে উন্নয়নের কর্মযজ্ঞ তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের কর্মযজ্ঞে ত্রিপুরা রাজ্যও শামিল হয়েছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি গত দশ বছর আগে যেভাবে রাজ্যে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেভাবে কথা রেখেছেন। যার ফলে ত্রিপুরা গোটা দেশের মধ্যে আজ উজ্জ্বল নক্ষত্রের মতো এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন ত্বরান্বিত করতে বিজেপি -র দুই প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান আইনজীবী সুবল ভৌমিক। উল্লেখ্য, গত ২৪ মার্চ ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সুবল ভৌমিকেরা সংবিধান বিচার মঞ্চের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। শুধু পরাজয় না, পরিষ্কার ভাষায় বলতে গেলে হেরে ভূত হয়ে গেছেন। সোমবার মিছিলে যত সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন তাঁরা সকলে বার অ্যাসোসিয়েশনের ভোটে ভোট দিয়েছিলে কিনা তারও সংশয় রয়েছে। যদি তাঁরা সকলে ভোট দিত তাহলে হয়তো সুবল ভৌমিকদের জয় নিশ্চিত হতো।