স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ এপ্রিল : আবারো নাকা পয়েন্টে গাড়ি তল্লাশি করে উদ্ধার হল গাঁজা। পুলিশ আটক করেছে একজনকে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার তেলিয়ামুড়া থানা এলাকার জাতীয় সড়কে হাওয়াই বাড়ি এলাকায় পুলিশি নাকা পয়েন্টে অটো গাড়িতে তল্লাশি করে উদ্ধার করে ১৯ কেজি শুকনো গাঁজা।
নাকা পয়েন্টে অটো চালককে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় চম্পকনগর থেকে দুইজন মহিলা তেলিয়ামুড়া আসবে বলে গাড়িতে উঠে। পুলিশ গাঁজা সহ দুজন মহিলাকেই আটক করেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানায়।