Sunday, February 16, 2025
বাড়িরাজ্যআজ দোলযাত্রা

আজ দোলযাত্রা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মার্চ :  রাধা কৃষ্ণ খেলেন হোলি শহর বৃন্দাবনে, মেটে উঠি মোরাও চলো কৃষ্ণ রাধা সনে। হলির উৎসব এই প্রবাদ বাক্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মে। আগামী সোমবার হোলি। যুগ যুগ ধরে এই দিনটি সবার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। রংবেরঙে যেন এই হোলির মধ্য দিয়ে রঙিন হয়ে উঠে সবার জীবন।

 তাই আগে দোল পূর্ণিমা তারপর হয় এই হোলির উৎসব। কিন্তু বর্তমানে এর সংজ্ঞাটা যেন অনেকটাই পাল্টে যাচ্ছে। দোল পূর্ণিমা আসলে কি সেটা জানেনা অনেকেই। সনাতন ধর্মের মধ্যে দুই পূর্ণিমা হল ভগবান রাধা কৃষ্ণকে এদিন রঙ দিয়ে সন্তুষ্ট করা। বৃন্দাবনে রাধা কৃষ্ণ রঙ খেলে বলে আস্তিকদের ধারণা। কিন্তু এর সংজ্ঞা দিন দিন পাল্টাতে শুরু করেছে। এখন দোল পূর্ণিমা মানেই অনেকের পরিভাষায় হলি। কিন্তু বাজারে ব্যবসায়ীদের বক্তব্য আজ নয় হলি। হলি সোমবার। বাজারে রংয়ের চাহিদা রয়েছে। বিগত বছর গুলিতে করোনার কারণে রংয়ের চাহিদার উপর কিছুটা প্রভাব পড়েছিল। এবার রঙ ভালোভাবে বিক্রি হবে বলে মনে করছে। তবে বসন্তের আগমনী এই হলি দিয়েই শুরু হয়। গাছে গাছে ঝড়োপাতা, আকাশে কুঞ্জ কুঞ্জ মেঘ। সব মিলিয়ে এক আনন্দের পরিবেশ মনে দোল দিয়ে যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য