Sunday, March 23, 2025
বাড়িরাজ্যচাকরির নিশ্চয়তার দাবি করলেন সিকিউরিটি গার্ডরা

চাকরির নিশ্চয়তার দাবি করলেন সিকিউরিটি গার্ডরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মার্চ: টেন্ডার বাতিল হয়ে যাওয়ায় আগামী ১৩ মার্চ থেকে আই জি এম হাসপাতালের কর্মরত এস আই এস সিকিউরিটি গার্ডের কর্মরত কর্মীদের ভবিষ্যৎ অন্ধকার। হাসপাতালের এম এস -এর সাথে সাক্ষাৎ করে চাকরির নিশ্চয়তার দাবি করলেন তারা। তারা জানায়, সিকিউরিটি গার্ডরা টেন্ডারের মাধ্যমে আইজিএম হাসপাতালে কর্মরত ছিলেন গত ২০১৭ সাল থেকে।

টেন্ডারের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় নতুন করে টেন্ডার প্রাপ্যকদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। যার ফলে বর্তমানে আই জি এম হাসপাতালে কর্মরত সিকিউরিটি গার্ডরা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। সিকিউরিটি গার্ডরা আই জি এম হাসপাতালে সুপারেনটেন্ডের সাথে সাক্ষাৎ করে কথা বলে অনুরোধ করেন বিষয়টা দেখার জন্য।

 তিনি আশ্বাস দেন এই বিষয়টা তিনি দেখবেন। সিকিউরিটি গার্ডদের বক্তব্য একজন কর্মীকে ছাড়াই করার জন্য এক মাস আগে বলতে হয়। কিন্তু তাদের এভাবে না বলে গত ছয় মার্চ জানিয়ে দেওয়া হয় চাকুরি শেষ হয়ে যাবে আগামী ১৩ মার্চ। তারপর তাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে বলে জানান অসহায় সিকিউরিটি গার্ডরা। উল্লেখ্য, বিগত কয়েক বছরে আইজিএম হাসপাতালের সিকিউরিটি গার্ডরা সুনাম অর্জন করতে পারেনি। বরং রোগীর পরিবার পরিজনদের মারধর করে দুর্নাম হয়েছে। বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে উঠেছে। যেন মনে হয়েছিল হাসপাতাল তাদের হাতের মুঠোয়। পুরুষ মহিলা সিকিউরিটি গার্ডের যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে কখনো কখনো আইজিএম হাসপাতালে যাওয়া পর্যন্ত বিরক্ত বোধ করত। যার প্রভাব পড়ল সংশ্লিষ্ট সংস্থার টেন্ডার পেতে বলে মনে করছে অনেকে। বিশেষ করে বলা যায় হাসপাতালে মানুষ অসহায় হয়ে চিকিৎসা করতে যায়। তাদের সাথে এ ধরনের দুর্ব্যবহার কোনভাবেই কাম্য নয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য