Monday, March 17, 2025
বাড়িরাজ্যভয়াবহ দুর্ঘটনা ছৈলেংটা ময়নামা বাজারে

ভয়াবহ দুর্ঘটনা ছৈলেংটা ময়নামা বাজারে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মার্চ:  ট্রিপার গাড়ি চালকের অসাবধানতার কারণে ঘটল যান দুর্ঘটনা। ঘটনা মঙ্গলবার লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটা থানাধীন ময়নামা বাজারে। জানা যায়, TR 05 B 1700 নম্বরের ট্রিপার গাড়ি অতিরিক্ত গতিতে এসে নিয়ন্ত্রন হারিয়ে একটি স্কুটি ও একটি বাইকে ধাক্কা দিয়ে সাথে থাকা একটি দোকানে প্রবেশ করে। দোকানে কেউ না থাকার কারণে অল্পতে রক্ষা পায়।

 দোকানের মালিকের নাম পবিত্র পাল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মনু ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা আহত স্কুটি চালককে মনুঘাট হাসপাতালে নিয়ে যায়। এদিকে আটক করা হয় গাড়ি চালককে। তারপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য