স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : লোকসভা নির্বাচনের আগে অস্ত্রের আস্ফালন। আবারো উদ্ধার হল দুটি দেশে বন্দুক। এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি থেকে এই দুটি দেশী বন্দুক উদ্ধার হয়েছে। ঘটনা কমলপুর মহকুমার সালেমা থানার অন্তর্গত জয়ন্তী বাজার এলাকায়। জিজ্ঞাসাবাদের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষকের দুই ছেলেকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
জানা যায় এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মানিক নাথ। মানিক নাথের বাড়ির পিছনের একটি ঘর থেকে উদ্ধার হয় দুইটি দেশি বন্দুক। বস্তার মধ্যে ছিল এই বন্দুক দুইটি। সালেমা থানার ওসি দীপক দাস জানান বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেশী বন্দুক দুইটি উদ্ধার করা হয়েছে। নির্মীয়মাণ একটি বিল্ডিং থেকে বন্দুক দুইটি উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক মানিক নাথের দুই ছেলে দেবাশীষ নাথ ও শুভাশিস নাথকে। পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। ঘটনাকে কেন্দ্র করে সালেমা থানার অন্তর্গত জয়ন্তী বাজার এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে কে বা কারা এই বন্দুক দুইটি মানিক নাথের বাড়ির পিছনে নির্মীয়মাণ বিল্ডিং-এ রেখেছে। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি রহস্য বেড়িয়ে আসে।