স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সি এল এফ -এর স্ব-সহায়ক দলের মহিলাদের মধ্যে কমন সার্ভিস সেন্টার মোবাইল ভ্যান তুলে দেওয়া হয়। পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরি দুলাল আচার্য সহ অন্যান্যরা।
জেলা শাসক ও জেলা সভাধিপতি এইদিন কমন সার্ভিস সেন্টার মোবাইল ভ্যান গুলির কাগজপত্র মহিলা স্বসহায়ক দলের সদস্যাদের হাতে তুলে দেন। পশ্চিম জেলার জেলা শাসক জানান এই কমন সার্ভিস সেন্টার মোবাইল ভ্যান গুলি পশ্চিম জেলার ৯ টি ব্লক এলাকায় পরিষেবা প্রদান করবে। এই প্রকল্প লাগু করার জন্য সরকার মহিলাদের উপর ভরসা করেছে। এই কমন সার্ভিস সেন্টার মোবাইল ভ্যান গুলি পুরাতন আগরতলা, ডুকলি, জিরানিয়া, মান্দাই, বামুটিয়া, লেফুঙ্গা, হেজামারা ও বেলবাড়ি ব্লক এলাকায় পরিষেবা প্রদান করবে বলে জানান পশ্চিম জেলার জেলা শাসক।