স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : দুর্নীতির খাতায় নাম লেখাল সাব্রুম মহকুমা প্রশাসন। বেনিফিসারিদের ১৫ টি পাওয়ার টিলার মেশিন ব্যক্তি বিশেষ দ্বারা বিক্রি করছে চড়া দামে, চোখ চড়কগাছ সাধারণ মানুষের। কারণ বেনিফিশিয়ারিদের জন্য সরকারি কোষাগার থেকে বহু অর্থ ব্যয় করে পাওয়ার টিলার মেশিন দেওয়া হলেও গিলে খাচ্ছে সুযোগ সন্ধানীরা।
এই মেশিন পোছাচ্ছে না বেনিফিশারীদের কাছে বলে অভিযোগ সাতচাঁদ আর.ডি.ব্লকের অধীনে থাইবুং গ্রাম পঞ্চায়েত এলাকার নাগাশি টিলা এলাকায়। নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে চলছে এই ধরনের দুর্নীতি। এতে জড়িত রয়েছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। জানা যায়, সাব্রুম মহকুমা অন্তর্গত সাতচাঁদ আর.ডি.ব্লকের অধীনে থাইবুং গ্রাম পঞ্চায়েত এলাকার নাগাশি টিলার রতন ধরের বাড়ীতে কৃষকদের সরকারি অর্থে বরাদ্দ ১৫ টি পাওয়ার টেলার মেশিন রয়েছে বলে অভিযোগ। আশ্চর্যের বিষয় হলো, রবিবার সকাল বেলা সাব্রুম থানার পুলিশ গিয়ে শুধুমাত্র দেখেই চলে আসলো। সাব্রুম থানার পুলিশের কোন ভূমিকা না দেখে হতভাগ এলাকার লোকজন।
সাব্রুম মহকুমারের কৃষকদের প্রশ্ন বেনিফিসারিদের সরকারি জিনিস কি করে অন্ধকারে বিক্রি করছেন। তাই নয়, প্রায় সময় এই রকম পাওয়ার টেলার বিক্রি করা হয় বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে এই বাড়ির মিহির চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান বিলোনিয়া ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার অফিস থেকে তিনি এগুলি নিয়ে এসেছে। বিভিন্ন সময় বেনিফিশিয়ারিদের এগুলি বিতরণ করা হবে। এদিকে বাড়ির মহিলা সিভি ধর জানান, বিলোনিয়া ব্লক থেকে এই পাওয়ার টেলার মেশিনগুলি আনা হয়েছে। এইগুলি মানুষের কাছে বিক্রি করা হচ্ছে। তিনি আরো জানিয়েছেন গত দু মাস আগে এই ধরনের পাওয়ার টেলার মেশিন চারটি আনা হয়েছিল। এগুলিও এভাবে বিক্রি করা হয়েছে। এখন দেখার বিষয় প্রশাসনের সুষ্ঠু তদন্তে কি ব্যবহার হয়ে আসে। হয়তো এতে জড়িত থাকতে পারে স্থানীয় বহু রাঘববোয়াল।