স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জানুয়ারি :গাঁজা পাচারের মামলায় এক জনকে চৌদ্দ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সাথে এক লক্ষ টাকা করে জরিমানা ও অনাদায় ছয় মাসের কারাদন্ড।২০২২ সালের ৬ এপ্রিল মুঙ্গিয়াকামি থানার পুলিশ ৪২ মাইল এলাকায় এন এইচ ৮ জাতীয় সড়কের নাকা পয়েন্টে আগরতলা থেকে আগত একটি পণ্যবাহী লরিকে আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে অতিরিক্ত চাকার ভেতর থেকে মোট ৪৫৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। লরির চালক নবীন ও সহ চালক হরপাল সিংকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ভারতীয় দন্ডবিধির ২০( বি)(ii)( সি) ও এন ডি পি এস আইনের ২৯ নং ধারায় একটি মামলা লিপিবদ্ধ করে। তদন্ত শুরু হয়। আদালতে ধৃতদের তোলার পর থেকে তারা জেল হাজতেই রয়েছে। মামলার তদন্ত শেষে পুলিশ ২০২২ সালে ৩১ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে। আদালতে মামলার শুনানি শুরু হয়। বারোজন সরকার পক্ষে সাক্ষ্য দেন। গত দুই মাস পূর্বে গাড়ির চালক নবীন অসুস্থতার কারণে জামিনে মুক্ত হয়। গত একমাস পূর্বে হরিয়ানার শনিপথ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। অপরদিকে সহচালক হরপাল সিং বিচারাধীন বন্দি ছিল। তার ভিত্তিতে অভিযুক্ত সহ হরপাল সিংকে অপরাধী সাব্যস্ত করে আদালত। দুজনেই হরিয়ানার শনিপথ এলাকার বাসিন্দা। মঙ্গলবার খোয়াইয়ের বিশেষ আদালতের বিচারক তথা অতিরিক্ত জেলা জজ রাজীব ভট্টাচার্য্য অপরাধীকে চৌদ্দ বছরের কারাদণ্ডের আদেশ দেন। সাথে একলক্ষ টাকা করে জরিমানা করে আদালত।সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পি পি বিকাশ দেব।