Friday, February 7, 2025
বাড়িরাজ্যহিট এন্ড রান বিলের বিরোধিতা করে অয়েল ট্যাংকার চালকদের কর্ম বিরতি

হিট এন্ড রান বিলের বিরোধিতা করে অয়েল ট্যাংকার চালকদের কর্ম বিরতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জানুয়ারি : কেন্দ্রীয় সরকারের সংসদে হিট এন্ড রান বিলকে কার্যকরী করতে যে প্রস্তাব আনা হয়েছে এই প্রস্তাবকে ধিক্কার জানিয়ে শুক্রবার ধর্মনগরের ইন্ডিয়ান অয়েল এবং আসাম অয়েল ট্যাংকার চালকরা একদিনের কর্ম বিরতি পালন করে। এই বিলকে কোনোমতেই যেন সংসদে পাস হতে দেওয়া না হয় তার পক্ষে সারা দেশ জুড়ে যে আন্দোলন শুরু হয়েছে তাদের। এর সঙ্গে সামিল হয় ধর্মনগরের ওয়েল ট্যাঙ্কার চালকরা।

তাদের প্রশ্ন যদি ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার মতো তাদের ক্ষমতা থাকতো, তাহলে তারা কেনইবা গাড়ি চালাত। আর সাথে সাত বছরের জেল তাদের জীবনকে ধ্বংস করে দেওয়ার শামিল করা হয়েছে এই বিলে। এই বিল চালকদের স্বার্থের পরিপন্থী হওয়ায় তা তারা সরকারের সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। প্রয়োজনে এই বিল পাস না হওয়ার জন্য চালকরা দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে জানান। পরিবহন ব্যবস্থা বন্ধ করে দিয়ে দেশকে অচল করে দেবে বলে হুঁশিয়ারি দেয়।    

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য