স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জানুয়ারি :জোলাইবাড়ী ব্লকের কনফারেন্স হলে বৃহস্পতিবার দিশার বৈঠক অনুষ্ঠিত হয়। দক্ষিন জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আয়োজিত জেলা ভিত্তিক দীশা মিটিং-এ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, দক্ষিন জেলার জেলা জেলা শাসক সাজু ওয়াহিদ, শান্তিরবাজারের মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্যরা।
মূলত কেন্দ্রীয় সরকারের যে সকল প্রকল্প গুলি চলছে, সেই সকল প্রকল্পের অগ্রগতি কতটা হয়েছে, সেই বিষয়ে এইদিন আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান ২০১৮ সালের আগে মানুষকে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার জন্য মিছিল মিটিং-এ যেতে হতো। কিন্তু ২০১৮ সালের পর থেকে মানুষকে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেতে মিছিল মিটিং-এ যেতে হয় না। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন। সমাজের অন্তিম ব্যক্তির কাছে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য। সরকারি সুযোগ সুবিধা থেকে কেউ যেন বঞ্চিত না হয় তার জন্য এইদিন দিশা মিটিং করা হয়েছে বলেও জানান তিনি।