Friday, February 7, 2025
বাড়িরাজ্যমহাশ্মশানের সংস্কারের পর উদ্বোধন করলেন মেয়র

মহাশ্মশানের সংস্কারের পর উদ্বোধন করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জানুয়ারি :৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম নারায়ণপুরের ২ নং ওয়ার্ড স্থিত মহাশ্মশানের সংস্কারের পর উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন কাউন্সিলর শর্মিষ্ঠা বর্ধন, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস, মেয়র ইন কাউন্সিলের গৌতম চন্দ্ সহ অন্যান্যরা।

মেয়র উদ্বোধন অনুষ্ঠানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগম গঠন হওয়ার পর আগরতলা শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য কাজ করে চলছে। বিশেষ করে জনগণের সমস্যা নিরসনের জন্য আলোর ব্যবস্থা, রাস্তাঘাট সংস্কার, ড্রেইন নির্মাণ করা, মহাশ্মশান সংস্কারের কাজ করে চলেছে পুর নিগম। এর মধ্যে এই মহা শ্মশানটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভুগছিল। তাই এই মহাশ্মশানটি সংস্কার করার হয়েছে। যাতে মানুষের কোন সমস্যা না হয়। বিশেষ করে এই মহাশ্মশানে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এবং একটি শ্মশান বন্ধুদের জন্য শেড নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে ৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে এ মহাশ্মশান সংস্কারে। এই মহাশ্মশান দ্বারা আশেপাশের মানুষ উপকৃত হবে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য