স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জানুয়ারি :৪ জানুয়ারি তথা বৃহস্পতিবার বিশ্বে মহামতি লুই ব্রেইলের জন্ম হয়েছিল। আজ তাঁর ২১৬ তম জন্মদিন। ২০১৯ সালে এই দিনটি বিশ্ব ব্রেইল দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্র সংঘ। তারপর থেকে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়।
বৃহস্পতিবার আগরতলায় প্রেস ক্লাবে পশ্চিম জেলা শাসক ড. বিশাল কুমারের উপস্থিতিতে দিনটি উদযাপন করা হয়। এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, চলন সামগ্রী বিতরণ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন। এই অনুষ্ঠানে বিশেষ করে অংশ নিয়েছে দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীরা বলে জানান অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো দৃষ্টিহীনদের সহযোগিতা এবং নিরক্ষর দৃষ্টিহীনদের শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসা। যাতে তারাও বিভিন্ন ক্ষেত্রে আরো বেশি এগিয়ে যেতে পারে। অপরদিকে জেলা শাসক জানান দৃষ্টিহীনদের জন্য কোন কিছু করার প্রয়োজন হলে সেটা প্রশাসন আগামী দিন অবশ্যই করার চেষ্টা করবে। এবং তাদের কিভাবে এগিয়ে নেওয়া যায় সেদিকে গুরুত্ব দিচ্ছে প্রশাসন।