স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জানুয়ারি :তিনদিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির পাশে এক জলাশয় থেকে উদ্ধার এক দিব্যাঙ্গন যুবতীর নগ্ন দেহ। ঘটনা কদমতলা থানাধীন সরলা পঞ্চায়েতের মহেশপুরের ছয়দ্রুন ৪ নং ওয়ার্ড এলাকায়। মৃত যুবতীর মা জানান, গত সোমবার বাড়ি থেকে বাজারে যায় সে।
তারপর আর খোঁজে পাওয়া যায় নি তাকে। বৃহস্পতিবার বিকেল তিনটা নাগাদ বাড়ির পাশের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার দিন সে প্রথমে বাড়ির অন্যান্য কাজকর্ম সেরে সে পুকুরে স্নান করে পূজো দিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। মেয়েটির মা জানায় তার বিয়ের কথাবার্তা চলছিল। ঘটনাস্থলে কদমতলা থানার পুলিশ ছুটে গিয়ে ময়না তদন্তের জন্য মৃতদেহ কদমতলা সামাজিক হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে ময়না তদন্তের আগে পুলিশ মুখ খুলতে নারাজ।