স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর : দুঃসাহসিক চুরির ঘটনার তদন্তে নেমে আরও এক চোরকে জালে তুলল পূর্ব আগরতলা থাকার পুলিশ। গত কয়েক মাস ধরেই আগরতলা শহরের বুকে থাকা গুলিতে পাহাড় সমান চুরির ঘটনার অভিযোগ জমেছে। এবং সেই পাহাড় সমান অভিযোগ হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
গত ১৫ ও ২১ নভেম্বর আগরতলার শিবনগর এলাকার শিউলি দত্ত ও সাগরিকা চক্রবর্তীর বাড়িতে চুরির ঘটনায় আরও এক জনকে গ্রেপ্তার করতে সক্ষম হল পূর্ব আগরতলা থানার পুলিশ। বুধবার সদর মহকুমা পুলিশ আধিকারিক পূর্ব আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ১৫ ও ২১ নভেম্বর আগরতলার শিবনগর এলাকার শিউলি দত্ত ও সাগরিকা চক্রবর্তীর বাড়িতে চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিপূর্বে ৭ জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানোর পর জন্টু মিয়ার নাম জানতে পারে পুলিশ। জন্টু মিয়ার চুরির মাল বিক্রয় এবং যে সকল বাড়িতে চুরি করা হতো সেই সকল বাড়ির তথ্য সংগ্রহ করে দিত। সেই মোতাবেক আড়ালিয়া নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে জন্টু মিয়াকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া বেশকিছু স্বর্ণালঙ্কার। সদর মহকুমা পুলিশ আধিকারিক আরও জানান সম্প্রতি বহু চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এইটা একটা বড় সাফল্য বলেও জানান তিনি।