Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যসীমান্তে আক্রান্ত বিএসএফ

সীমান্তে আক্রান্ত বিএসএফ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর : সীমান্তে পাহারা দেওয়ার সময় এক বি এস এফ কর্মীকে ইট পাটকেল নিক্ষেপ করে আহত করার ঘটনায় সীমান্তে উত্তেজনা দেখা দেয়। এই নিয়ে বিএসএফ -এর পক্ষ থেকে বিলোনিয়া থানায় মামলা দায়ের করা হয়। ঘটনা মঙ্গলবার রাতে বিলোনিয়া শহর সংলগ্ন আমজাদনগর নাথ পাড়া এলাকায়। অভিযোগ রাতে ভারত বাংলাদেশ সীমান্তে পাহারা দেওয়ার কাজে নিযুক্ত ছিলেন বি এস এফ কর্মী সুরেন্দ্র শিং ভাদুরিয়া।

আমজাদ নগর নাথ পাড়া এলাকার টহল দেওয়ার সময় কতিপয় দুষ্কৃতী এলোপাথাড়ি ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে আহত হয় বি এস এফ জওয়ান। চিকিৎসার জন্য বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনার বিবরণ জানিয়ে বি এস এফ এর পক্ষ থেকে অভিযুক্তদের নামধাম দিয়ে বিলোনিয়া থানায় মামলা দায়ের করা হয়। আগেও বি এস এফ জওয়ানদের উপর হামলা চেষ্টা করা হয়। এমনিতেই বিলোনিয়া সহ সংশ্লিষ্ট সীমান্ত গুলোতে পাচার কারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তবে ধারণা করা হচ্ছে এই ঘটনার পেছনে মূলত হাত রয়েছে পাচারকারীদের। তারা পাচার করার জন্য এ ধরনের ঘটনা সংগঠিত করেছে সীমান্তবর্তী এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য