স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ডিসেম্বর : মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা সঠিক ভাবে পৌঁছে দিতে মঙ্গলবার স্টেট গেস্ট হাউসে ভারত সরকারের “বিকশিত ভারত সংকল্প যাত্রা” ও রাজ্য সরকারের “প্রতি ঘরে সুশাসন ২.০ -র বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পশ্চিম জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়িকা স্বপ্না দেববর্মা, বিধায়িকা মিনারানী সরকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য, রাজ্য সরকারের সচিব পি.কে চক্রবর্তী সহ বিভিন্ন ব্লকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিকরা। একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এইদিন পর্যালোচনা হয়।
মন্ত্রী রতন লাল নাথ জানান ত্রিপুরা সরকার ১৫ নভেম্বর থেকে রাজ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতিঘরে সুশাসন কর্মসূচি শুরু করে। সরকারের সবকা সাথ সবকা বিকাশ স্লোগানকে সফল করার জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা প্রকৃত সুবিধা ভোগীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই দুইটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী শুধু প্রতিশ্রুতি দেন না, প্রতিশ্রুতি পূরণ করেন। প্রতিঘরে সুশাসন অভিযানের প্রথম পর্যায়ে রাজ্যের ২৩ লক্ষ মানুষ সুবিধা পেয়েছে বলেও জানান তিনি।