স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর : নারীদের উপর অত্যাচার, নির্যাতন ও শ্লীলতাহানির ঘটনা বাড়ছে বলে অভিযোগ তুলে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে শনিবার এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। বিক্ষোভ মিছিলটি রাজধানীর প্যারাডাইস চৌমুহনি এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
উপস্থিত ছিলেন সংগঠনের নারী নেত্রীরা। দেশে নারী নির্যাতন ক্রমশ বাড়ছে। নারীদের নিরাপত্তা নেই। ব্যতিক্রমী নয় ত্রিপুরা। রাজ্যেও আক্রান্ত হচ্ছে নারীরা। নারীদের সুরক্ষা দিতে সরকার পুরোপুরি ভাবে ব্যর্থ। তাই সরকার যাতে নারীদের সুরক্ষার জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করে তার জন্য সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার প্রত্যেকটি মহকুমায় বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হচ্ছে বলে জানান তারা।