স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর : চার স্কুল ছাত্রী সহ আটজন মৌমাছির আক্রমণে গুরুতর আহত হয়েছে। এরমধ্যে চার ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে চার ছাত্রীর অবস্থা গুরুতর। ঘটনা মধুপুর হাসপাতাল চৌমুহনী এলাকায়। যদিও কয়েকদিন পূর্বে এক ব্যক্তি মৌমাছির আক্রমণে গুরুতর আহত হয়েছিল।
পরে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর রেশ কাটতে না কাটতেই শুক্রবার সকাল নাগাদ মধুপুর স্কুলে ছাত্রীরা আসার সময় এলাকার কিছু যুবক মৌমাছিকে ঢিল ছুড়ে পালিয়ে যায়। তখন মৌমাছি গুলি আক্রমণ করে স্কুল ছাত্রীদের উপর। স্কুল ছাত্রীরা রাস্তায় পড়ে ছটফট শুরু করলে এলাকাবাসীর নজরে আসে। ছাত্রীদের উদ্ধার করে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এদিকে আরো কয়েকজন যুবক তাদের কাজের উদ্দেশ্যে মধুপুর থেকে আগরতলা যাওয়ার সময় মৌমাছির আক্রমণ করে। মোট আটজন আহত হয়। মৌমাছির আক্রমণে মধুপুরবাসী আতঙ্কে ভুগছে।