স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ নভেম্বর : আগরতলা ইন্দ্রনগর আইটিআই রোড স্থিত হস্ত তাঁত, হস্ত শিল্প ও রেশম চাষ শিল্পের অধিকর্তার কার্যালয় পরিদর্শনে যান মন্ত্রী বিকাশ দেববর্মা। বুধবার পরিদর্শনে গিয়ে অফিসের কর্মীদের সাথে কথা বলেন তিনি। অফিসের কর্মীদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে অবগত হন তিনি।
পরে মন্ত্রী বিকাশ দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান হস্ত তাঁত, হস্ত শিল্প ও রেশম চাষ শিল্পের অধিকর্তার কার্যালয় পরিদর্শনে গিয়ে প্রত্যক্ষ করেছেন অধিকাংশ কর্মচারী নির্ধারিত সময়ের পরে অফিসে উপস্থিত হয়েছে। দপ্তরের অধিকর্তাকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য গ্রামীণ অর্থনীতিকে মজবুত করা। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে হস্ত তাঁত, হস্ত শিল্প ও রেশম চাষ। এইদিন যারা নির্ধারিত সময়ে অফিসে আসেনি তাদেরকে কারন দর্শানোর নোটিস দেওয়া হবে।