Sunday, January 26, 2025
বাড়িরাজ্যমানুষের জন্য কাজ করে যেতে চান সুশান্ত চৌধুরী

মানুষের জন্য কাজ করে যেতে চান সুশান্ত চৌধুরী

আগরতলা, ১৬ অক্টোবর:  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন জামাকাপড় দিয়ে এলাকার মানুষদের সাথে উৎসবের আগাম আনন্দ ভাগ করে নেওয়ার অঙ্গ হিসেবে  মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী মন্ত্রী সুশান্ত চৌধুরী ধারাবাহিকভাবে নিজের বিধানসভা কেন্দ্রের মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি জারি রেখেছেন । এরই অঙ্গ হিসেবে আজ নিজ বিধানসভা কেন্দ্রের জিরানীয়ার অগ্নিবীণা হলঘরে একটি অনুষ্ঠানে বুথ নং ৩৩/৩৪/৩৫/৪০ ও ৪১  এর জাতি-জনজাতি মহিলাদের মধ্যে ২৩৫টি শাড়ী ও ১৪২টি পাছড়া এবং এরপরে  জিরানীয়ার দাসপাড়ায়  বুথ নং ৩৬/৩৭/৩৯ ও ৪২ এর মহিলাদের মধ্যে

৪০৩টি শাড়ী  ২০টি পাছড়া বিতরণ করলেন তিনি। আগামী দিনেও এভাবেই এলাকার মা-বোনেদের মুখে হাসি ফুটানোর জন্য বিভিন্ন রকম সমাজ সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন বলে তিনি অঙ্গীকার করলেন। গত দিন কয়েক আগে থেকেই  আসন্ন শারদোৎসব উপলক্ষে  নিজের ১০-মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বুথের বৃদ্ধা মহিলা থেকে শুরু করে আর্থিক দিক থেকে একটু পিছিয়ে থাকা মহিলাদের সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ভালো গুণমান সম্পন্ন জামদানি শাড়ী প্রদান করা শুরু করেছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। শাড়ি বিতরণের এই অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, অতীতেও তিনি মানুষের পাশে ছিলেন এবং আগামী দিনেও এভাবেই  থাকবেন।  শারোদোৎসবে নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত  সকল মহিলাদের মুখে শারদোৎসবে হাসি ফোটানোর জন্যই ওনার ব্যক্তিগত তরফ থেকে এই উদ্যোগ জারী রয়েছে । এখানে উপস্থিত মা-বোনেদের হাতে নতুন শাড়ি তোলে দিয়ে সকলের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছি। আজকেও মন্ত্রী সুশান্ত চৌধুরী বললেন, তিনি এভাবেই মানুষের জন্য কাজ করে যেতে চান।  

তার বিধানসভা এলাকার মা-বোনেরা যেন একটু ভালভাবে এই দুর্গোৎসবের কয়েকটা দিন আনন্দের সাথে উদযাপন করতে পারেন, তার জন্যেই তার এই উপহার। আগামী দিনেও তিনি এভাবেই এলাকার মা-বোনদের মুখে হাসি ফুটানোর জন্য বিভিন্ন রকম সমাজ সেবামূলক  কর্মকাণ্ড ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন। তিনি অগ্নিবীণা হলঘরে ও দাসপাড়ায়  উপস্থিত সকলকে আসন্ন শারদোৎসবের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য