Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যঅভয়ারণ্যের ১০০ মিটার দূরে উদ্ধার বানরের মৃতদেহ

অভয়ারণ্যের ১০০ মিটার দূরে উদ্ধার বানরের মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ অক্টোবর : বন্য প্রাণীদের বনে সুন্দর লাগে। বন তাদের নিরাপদ আশ্রয়। বনের মধ্যে মনের আনন্দে নিরাপদে বিচরণ করতে পারে বন্য প্রাণীরা। বন, বন্যপ্রাণী, মানুষ এই সবকিছু প্রকৃতির অঙ্গ।

 একে অপরের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবকিছুর প্রয়োজন রয়েছে। কিন্তু শিক্ষা দীক্ষায় উন্নত মানুষ তাদের প্রয়োজনে নির্বিচারে ধংশ করছে বন। নির্বিচারে বন ধংশের ফলে বন্য প্রাণীরা হারাচ্ছে তাদের নিরাপদ আশ্রয়।

 ফলে লোকালয়ে ছুটছে বন্য প্রাণীরা। জীবনের তাগিদে লোকালয়ে আসা বন্য প্রাণীদের জীবন বর্তমানে বিপন্ন। বুধবার সকালে সিপাহিজলা চিড়িয়াখানা এলাকায় বেঘরে প্রান কেড়ে নেয় একটি বানরের। গাড়ির চাপায় মৃত্যু হয় বানরটির। সিপাহিজলা চিড়িয়াখানার প্রথম গেইট থেকে ১০০ মিটার দূরে জাতীয় সড়কে ঘটে এই ঘটনা। ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত বানরটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিপাহীজলা অভয়ারণ্যের হাসপাতালে নিয়ে যায়। বন দপ্তরের এক কর্মী জানান একটি গাড়ি বানরটিকে ধাক্কা মারে। এতে বানরটির মৃত্যু হয়েছে। প্রায় সময়ই গাড়ির নিচে চাপা পরে বানরের মৃত্যুর ঘটনা ঘটছে। কিন্তু কারো কোন হেলদোল নেই। মানুষ তার প্রয়োজনে বন ধ্বংস করলেও, জীবনের তাগিদে বন ছেরে লোকালয়ে আসা বন্য প্রাণীদের সংরক্ষণে কারো কোন উদ্যোগ নেই। এই ভাবে আর কতদিন চলবে। নির্বিচারে বন ধংশ, বন্য প্রাণীর মৃত্যু, মানুষের প্রয়োজনে শিল্প কলকারখানার বৃদ্ধির ফলে দূষিত হচ্ছে পরিবেশ। ধ্বংস হচ্ছে প্রকৃতির ভারসাম্য। এইভাবে আর কতদিন চলবে? পৃথিবীর ধংশ কি অনিবার্য? উত্তরটা সময়ই দেবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য