Sunday, February 16, 2025
বাড়িরাজ্যকালোবাজারি রুখতে আধিকারিকদের নির্দেশ প্রদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

কালোবাজারি রুখতে আধিকারিকদের নির্দেশ প্রদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ অক্টোবর : বর্তমান সময়ে একদম মাঠ পর্যায়ে গণবণ্টন ব্যবস্থার কার্যকারিতার সার্বিক পর্যালোচনা সহ আসন্ন শারদোৎসব উপলক্ষ্যে গণবণ্টন ব্যবস্থায় সুলভ মূল্যে ভোক্তাদের মধ্যে ভোজ্য তেল সহ অন্যান্য সামগ্রী সরবরাহ এবং বিনামূল্যে  ক্যানভাস ব্যাগ প্রদান,  উৎসবের মরশুমে নিত্যপ্রয়োজনীয়  দ্রব্যের মূল্য ও প্রাপ্যতা সুনিশ্চিত্তকরণ করা সহ  বিভিধ বিষয় নিয়ে আজ সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলঘরে রাজ্যের ৮(আট)টি  জেলার অন্তর্গত বিভিন্ন মহকুমার মহকুমা শাসক ও খাদ্য দপ্তরের সাথে সম্পৃক্ত বিভিন্ন স্তরের আধিকারিকদের সাথে গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য এবং ভোক্তা সহ সকলের সার্বিক উন্নয়নে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস)এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক  ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

আজকের ভিডিও কনফারেন্সে  উপস্থিত উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে তিনি বিভিন্ন রাজ্যের বিভিন্ন মহকুমায়  খাদ্যসামগ্রীর স্টক  সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্পর্কে অবগত হয়ে খাদ্য দপ্তরের আধিকারিকদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগেই খাদ্য দপ্তরের গুদাম গুলোতে চাহিদার সাথে সামঞ্জস্য রেখে স্টক মজুদ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন ।

পাশাপাশি আসন্ন উৎসবের মরশুমে  নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও গ্রাহকদের নাগালের মধ্যে  সহনীয় পর্যায়ে রাখতে এবং কালোবাজারি রুখতে নিয়মিত বাজারগুলোতে সরেজমিনে মনিটরিং করার জন্য তিনি আধিকারিকদের নির্দেশ প্রদান করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায়  গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য এবং ভোক্তা সহ সকলের  সার্বিক উন্নয়নে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের কাজে আরও গতিশীলতা আনতে খাদ্যমন্ত্রী  প্রয়োজনীয় পরামর্শ দান করেন ।

আজকের এই ভিডিও কনফারেন্সে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী, অতিরিক্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা সহ বিভিন্ন মহকুমার মহকুমা শাসকগণ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য