স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : বিশালগড় থানার অন্তর্গত ঘনিয়ামারা এলাকায় মামন হোসেনের বাড়িতে প্রবেশ করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলির আওয়াজ পেয়ে এলাকায় শুরু হয় ছোটাছুটি। ঘটনার বিবরণে জানা যায়, দুর্বৃত্তরা মামুন হোসেনের বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা বন্ধ দেখে দুই রাউন্ড গুলি ছোড়ে। ঘরের বেড়া ছেদ করে স্নানাগারে গিয়ে পরে দুটি গুলি। জলের ট্যাংক ফুটো হয়ে গড়িয়ে জল পড়ার শব্দে টের পায় বাড়ির লোকজন। বাড়িতে গুলি করা হয়েছে বুঝতে পেরে চিৎকার শুরু করে মামন হোসেন ও তার স্ত্রী।
তৎক্ষণাৎ ছুটে আসে এলাকাবাসীরা। গৃহকর্তা মামন হোসেন জানায় লোকজন বাড়ি থেকে বের হতেই পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। স্থানীয় উজ্জ্বল, আরিফ, সোহেল এবং শিপনকে চিনতে পারে তারা। মামন হোসেনের অভিযোগ উজ্জ্বলের নেতৃত্বে দুষ্কৃতীরা হামলা চালায়। কারণ পূর্বে অভিযুক্ত দুষ্কৃতী উজ্জ্বলের নামে পিস্তলের বিষয় নিয়ে মামলা করেছিল বিশালগড় থানায়। আগের মামলা গুলো প্রত্যাহার করার জন্য উজ্জ্বল বহুবার হুমকি দিয়েছিল। মামন উজ্জলের কথায় রাজি না হওয়ায় প্রাণে মারার উদ্দেশ্যে রাতের আধারে ঘরে গুলি চালায় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় মধুপুর থানায়। পুলিশ ছুটে গিয়ে ছোড়া দুটি গুলির বুলেট উদ্ধার করে। হতাহতের কোন খবর নেই। পরে অভিযুক্ত চার জনের নামে থানায় মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় গোটা ঘনিয়ামারা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।