স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ অক্টোবর : দেবালয়ে নিশি কুটুম্বের হানা। ঘটনা রবিবার গভীর রাতে
আমবাসা কালীবাড়ি নাট মন্দিরে। মন্দিরের দরজা ভেঙ্গে নিয়ে যায় মায়ের স্বর্ণালংকার। সোমবার এই দৃশ্য দেখতে পেয়ে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ।
তদন্ত চলছে। একের পর এক চুরির ঘটনা সংঘটিত হচ্ছে আমবাসায়। ফলে শারদোৎসব লগ্নে আতঙ্ক সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। আর শূন্যে হাতড়াচ্ছে পুলিশ। এবার দেবালয়ে থাবা বসাল নিশিকুটুম্বরা। ঘটনা রবিবার রাতে আমবাসা কালী মন্দিরে। আমবাসা শিব শম্ভু কালীমাতার মন্দিরে গভীর রাতে চোরের দল হানা দেয়। মন্দিরের গেট টপকে প্রবেশ করে। এরপর দরজা ভেঙ্গে মায়ের শরীর থাকা স্বর্ণালংকার নিয়ে যায়। সকালে মন্দিরের পুরোহিত অজয় চক্রবর্তী মন্দিরে এসে এই দৃশ্য দেখতে পায়। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় আমবাসা থানায়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পুরোহিত অজয় চক্রবর্তী বলেন তিনি এদিন সকালে এসে দেখতে পায় মায়ের মন্দিরের দরজা ভাঙ্গা এবং মায়ের স্বর্ণালংকার নেই। ধারণা করা হচ্ছে রাতের আধারেই চোরের দল হানা দিয়েছে। আমবাসা থানার পুলিশ জানায় খবর পেয়ে আমবাসা কালীবাড়ি নাট মন্দিরে এসেছেন। তদন্তে শুরু হয়েছে। অতি শীঘ্রই চোর পুলিশের হাজতে থাকবে। এদিকে ধারণা করা হচ্ছে মায়ের মন্দিরের চুরির ঘটনার সাথে ড্রাগস সেবনকারীরা জড়িত রয়েছে। এখন দেখার বিষয় পুলিশ কবে নাগাদ চোরের নাগাল পায়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।